ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ বেড়েই চলেছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি। ইসরায়েলির বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। দূর থেকে যে যেভাবে পারছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। খেলার মাঠও এর বাইরে নন। এবার ফিলিস্তিনের গাজার মানুষদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস।
এই উদ্যোগটি হলো অর্থসহায়তার উদ্যোগ। ইসরায়েলের গণহত্যায় ফিলিস্তিনের গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে মুলতান সুলতানস। চলতি পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য এক লাখ পাকিস্তানি রুপি দেবে ফ্র্যাঞ্চাইজিটি।
এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন দলটির মালিক আলী খান তারিন।ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। এ উদ্যোগে পাশে থাকতে চেয়েছে বোলাররাও। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। বিশেষভাবে শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’
এরই মধ্যে মাঠে গড়িয়েছে পিএসএলের দশম আসর। সেই সাথে ব্যাট-বলের লড়াইও শুরু হয়ে গিয়েছে। ব্যাটসম্যানরা যেমন মাঠে চার ছক্কার ঝড় তুলছেন, অন্যদিকে বল হাতে বোলাররাও তুলে নিচ্ছেন উইকেট।
পিএসএলের এবারের আসরে রোববার রাতে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে মুলতান।এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করে মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান করে মুলতান। তাদের ইনিংসে ছক্কার পরিমাণ ছিল ৯টি।
জবাবে, জয়ের জন্য ব্যাট করতে নেমে জেমস ভিন্সের সেঞ্চুরিতে ১৯.২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রান করে করাচি। এই ইনিংসে বল হাতে করাচির ৬ উইকেট তুলে নেন মুলতানের বোলাররা।
ফলে ৯ ছক্কা ও ৬ উইকেটের বিনিময় প্রতি লাখে প্রথম ম্যাচেই মুলতানের তহবিলে ১৫ লাখ রুপি জমা পড়েছে। ম্যাচের পর মুলতানের পক্ষ থেকে এক্স পেজে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য প্রথম ম্যাচ থেকেই ১৫ লাখ পাকিস্তানি রুপি সংগৃহীত হয়েছে।
আরটিভি/এসকে