ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে নিষিদ্ধ ফ্র্যাঞ্চাইজি মালিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৭:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মুম্বাই টি২০ লিগের একটি দলের মালিক ছিলেন গুরমিত সিং ভামরাহ। দুই ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায়  ভামরাহকে নিষিদ্ধ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ড। 

বিজ্ঞাপন

ম্যাচ গড়াপেটার অভিযোগে তাকে নির্বাসিত করা হলো। শুধু মুম্বাই টি-টোয়েন্টি লিগেই নয়, কানাডা টি-টোয়েন্টি লিগের সঙ্গেও যুক্ত ভামরা। সেই লিগ যদিও বন্ধ হয়ে গিয়েছে। দুই ক্রিকেটার ধাওয়াল কুলকার্নি ও ভাবিন ঠক্করকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। যার কারণে বিসিসিআই তাকে এই শাস্তি দেন।   

১২টি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি খেলা কুলকর্নি মুম্বাই টি-টোয়েন্টি লিগেও খেলতেন। যদিও ভামরাহ আর এই  লিগের সঙ্গে জড়িত না। করোনার জন্য বন্ধ হয়ে যায় এই লিগ। চলতি বছর আবারও সেই লিগ শুরু করা হলে সোবো সুপারসোনিক্স নামক একটি দলের মালিক হন ভামরাহ।      

বিজ্ঞাপন

ভামরাহকে কত দিনের জন্য নির্বাসিত করা হয়েছে, সেটা বলা হয়নি। যদিও তার আদেশনামায় নিষেধাজ্ঞার মেয়াদ উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে অন্তত পাঁচ বছর বা পুরো জীবনের জন্য তাকে নির্বাসিত করা হয়েছে।সনু ভাসান নামে এক ব্যক্তি ভাবিনের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ভাবিনকে টাকা এবং অন্যান্য জিনিসের লোভ দেখানো হয়। তিনি যদিও সেই প্রস্তাব নাকচ করে দেন। কুলকর্নিকেও প্রস্তাব দেওয়া হয়। তবে তার সঙ্গে ঠিক কি কথা হয়েছিল, তা জানা যায়নি।  

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আদেশের কপিতে নিষেধাজ্ঞার মেয়াদ উল্লেখ না থাকলেও, সাধারণত এসব ক্ষেত্রে পাঁচ বছর কিংবা আজীবন নিষিদ্ধের কথা বলা আছে বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন নীতিমালায়। নিষেধাজ্ঞার আদেশনামায় বলা হয়েছে, নিষিদ্ধ গুরমিতের পক্ষ থেকে সোনু ভাসান নামের একজন ভাবিন ঠাক্করকে ফিক্সিং করার প্রস্তাব দেন।

আরও পড়ুন

উল্লেখ্য, ভারতের হয়ে কুলকার্নি ১২টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচের উইকেট রয়েছে কুলকার্নির নামের পাশে। এই পেসারের আইপিএল খেলারও অভিজ্ঞতা রয়েছে। কুলকার্নি আইপিএলে ৯২টি ম্যাচ খেলে ৮৬টি উইকেট তুলে নিয়েছেন।সেই সাথে গুজরাট লায়ন্স, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মতো 
দলের হয়ে খেলেছেন। 
 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |