ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ম্যাচ হারের দায় নিজের কাঁধে নিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৪ মে ২০২৫ , ০২:১৯ পিএম


loading/img
ছবি: এএফপি

চলতি আইপিএলের নিজেদের সেরাটা দিতে পারেনি চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। তাই সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। সবশেষ বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেন্নাইকে। আর এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৪ রানের। উইকেটে তখন ধোনি ও রবীন্দ্র জাদেজা। ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে জাদেজাকে স্ট্রাইক দেন ধোনি। পরের বলে জাদেজা সিঙ্গেল নিয়ে ধোনিকে স্ট্রাইক দেন। কিন্তু তৃতীয় বলে এলবিডব্লিউ হন ধোনি। শেষ পর্যন্ত ম্যাচটি হেরেই যায় চেন্নাই।

ম্যাচ শেষে ধোনি বলেন, আমার মনে হয়েছে, আমার আরও কয়েকটি শট মারা উচিত ছিল এবং চাপ কমানো উচিত ছিল, তাই এই হারের জন্য আমি দায় নেব। দোষ আমার।

বিজ্ঞাপন

বেঙ্গালুরুর ইনিংসের শেষ দুই ওভারে ম্যাচের রং একেবারে বদলে দেন রোমারিও শেফার্ড। ১৮তম ওভারের চতুর্থ ওভারে রজত পাতিদার আউট হলে সাত নম্বরে ব্যাট করতে নামেন শেফার্ড। ১৯ এবং ২০তম ওভারে চেন্নাইয়ের বোলারদের তুলোধুনো করে মাত্র ১৪ বলে ফিফটি তুলে নেন বেঙ্গালুরুর এই ব্যাটার।

পেসার খলিল আহমেদকে পিটিয়ে ১৯তম ওভারে ৩৩ রান নেন শেফার্ড। এরপর শেষ ওভারে মাথিশা পাথিরানাকে বেদম মেরে নেন আরও ২৬ রান। উইন্ডিজ তারকা যদি ঝড় না তুললেন, তাহলে ১৭০-১৮০ রানেই আটকে যেতো বেঙ্গালুরু।

ম্যাচের পর ধোনি বলেন, ডেথ ওভারে শেফার্ড দুর্দান্ত ব্যাট করেছে, আমরা যেভাবেই বল করতাম না কেন, ও সর্বোচ্চ রানের জন্য এরকম ভাবেই ব্যাট করতো। ওকে থামানো কঠিন ছিল। আমাদের আরও ইয়র্কার অনুশীলন করতে হবে। প্রায়শই, যখন ব্যাটসম্যানরা মারতে শুরু করে, তখন আপনাকে ইয়র্কারের ওপর নির্ভর করতে হয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদি আপনি ইয়র্কারে বল না করতে পারেন, তাহলে নিচু ফুল টসই পরবর্তী সেরা বিকল্প। পাথিরানার মতো একজন, ওর গতি আছে, বাউন্সারও করতে পারে, এবং যদিও ইয়র্কার মিস করে, তাহলে ব্যাটসম্যান তো মারার সুযোগ পেয়েই যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |