রোনালদোকে নিয়ে যা বললেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৭:৫২ পিএম


লামিনে ইয়ামাল ও  ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

নেশনস লিগের ফাইনালে রবিবার (৮ জুন) রাতে মুখোমুখি হবে দুই ইউরোপীয় জায়ান্ট স্পেন ও পর্তুগাল। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটিকে অনেকেই দেখছেন দুই প্রজন্মের দুই তারকা স্পেনের লামিনে ইয়ামাল ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতীকি দ্বৈরথ হিসেবে।

বিজ্ঞাপন

রোনালদো যেখানে ফুটবলের জীবন্ত কিংবদন্তি, ইয়ামাল সেখানে বর্তমান প্রজন্মের অন্যতম উদীয়মান প্রতিভা। ১৬ বছর বয়সেই বার্সেলোনায় দুর্দান্ত পারফরম্যান্স করা ইয়ামাল ফ্রান্সের বিপক্ষে সেমি-ফাইনালে জোড়া গোল করে স্পেনকে ৫-৪ ব্যবধানে ফাইনালে তুলেছেন। অন্যদিকে, রোনালদো জার্মানির বিপক্ষে গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে ফাইনালে নিয়ে গেছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে ইয়ামাল বলেন, “হ্যাঁ, অবশ্যই, তিনি একজন কিংবদন্তি। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। তবে আমি আমার কাজ করবো,জয়ের জন্য খেলবো।” 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এটা আমাদের জন্য বিশেষ একটি ম্যাচ। জাতীয় দলের হয়ে আরেকটি শিরোপা জেতার সুযোগ।”

আরও পড়ুন

উল্লেখ্য, এটি টানা তৃতীয়বার নেশনস লিগের ফাইনালে উঠেছে স্পেন। এর আগে ২০২১ সালে ফ্রান্সের কাছে হেরেছিল তারা, তবে ২০২3 সালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে। এবারের ফাইনাল রোনালদো বনাম ইয়ামাল দুই প্রজন্মের দুই তারকার লড়াই হিসেবেই দেখা হচ্ছে। যেখানে উত্তেজনার কোনো কমতি নেই। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission