ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শান্ত-মুশফিকের ফিফটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৩:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শান্ত ও মুশফিকের এই দৃঢ় ব্যাটিংয়ে ভর করেই প্রথম ইনিংসে চাপমুক্ত হয়েছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যর্থতার পর এই জুটি দলের জন্য যেমন স্বস্তি, তেমনি প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা। এখনও উইকেটে সেট আছেন দুজনেই। ফলে বড় সংগ্রহ গড়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে। এখন লক্ষ্য হবে এই জুটি আরও লম্বা করা এবং মিডল অর্ডার থেকে ভালো সহায়তা পাওয়া। 

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে বাংলাদেশ। শান্ত ৬১ ও মুশফিক ৫৬ রানে ব্যাট করছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম সেশন শেষে দুই দলেরই ছিল নিয়ন্ত্রিত পারফরম্যান্স। টপ-অর্ডার ধসের পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান।  

বিজ্ঞাপন

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। পঞ্চম ওভারেই শূন্য রানে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর মুমিনুল হক ও সাদমান ইসলামের ৩৪ রানের জুটি কিছুটা সামাল দিলেও থারিন্দু রথনায়েকের স্পিনে দ্রুত বিদায় নেন দুজনই। সাদমান করেন ১৪ এবং মুমিনুল ২৯ রান।  

আরও পড়ুন

শ্রীলঙ্কার পক্ষে অভিষিক্ত স্পিনার রথনায়েক দুটি ও ফার্নান্ডো একটি উইকেট নেন। দ্বিতীয় সেশনে এই জুটি কতদূর যেতে পারে, সেটিই এখন মূল দেখার বিষয়।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |