ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ম্যাক্সওয়েল ঝড়ে ইংলিশদের হার

স্পোর্টস ডেস্ক

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ , ০৯:০৩ পিএম


loading/img

গ্লেন ম্যাক্সওয়েলের চমৎকার সেঞ্চুরিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। 

বিজ্ঞাপন

আজ বুধবার হোবার্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এই হার্ডহিটারের মাত্র ৫৮ রানে অপরাজিত ১০৩ রানের সুবাদে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অসিরা। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিলো স্বাগতিকরা।

বিজ্ঞাপন

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। শুরুটা ভালো হয়নি তাদের। তবে অ্যালেক্স হেলস ও অধিনায়ক ইয়োন মরগানের ছোট ইনিংসের সঙ্গে ডেভিড মালানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথেই হাটচ্ছিলো ইংলিশরা। 

কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা উপরের সারির খেলোয়াড়দের দেখানো পথে এগোতে না পারায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানের লড়াকু স্কোর পায় সফরকারীরা।

হেলস ও মরগান ২২ রান করে করেন। তিন নম্বরে নামা মালানের ব্যাট থেকে আসে ৫০ রান। শেষদিকে ক্রিস জর্ডানের ১১ বলে অপরাজিত ১৬ রান দেড়শ’ রানের কোটা পেরিয়ে যেতে সক্ষম হয় ইংল্যান্ড। 

বিজ্ঞাপন

অসি বোলারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ১০ রানে ৩টি এবং অ্যাস্টন আগার ১৫ রানে ২টি উইকেট নেন।

জয়ের ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। স্কোর বোর্ডে ৪ রান উঠতেই প্যাভিলিয়নে ফিরেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও চতুর্থ বলে আউট হন ক্রিস লিন। ওয়ার্নার ৪ ও লিন শুন্য রান করে ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডেভিড উইলির শিকার হন।

এরপর দলকে লড়াইয়ে ফেরান ওপেনার ডি’আর্চি শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েল। শুরুর ধাক্কাটা দ্রুতই ভুলিয়ে দেন তারা। তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটিতে গড়েন তারা। এজন্য ৪৮ বল মোকাবেলা করেছেন এ জুটি। ২টি করে চার-ছক্কায় ২০ বলে ৩০ রান করে ফিরেন শর্ট।

তবে এক প্রান্ত আগলে চার-ছক্কা আদায় করে নেন ম্যাক্সওয়েল। তাই নিজের মুখোমুখি হওয়া ৫৮তম বলেই টি-২০ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ম্যাক্সওয়েল। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির স্বাদ নেয়া পাশাপাশি অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে ফেলেন ম্যাক্সওয়েল। 

১০টি চার ও ৪টি ছক্কায় ৫৮ বলে অপরাজিত ১০৩ রান করে ম্যাচ সেরা ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের উইলি ৩টি উইকেট নেন।
আগামী ১০ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আবারো মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এটি হবে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচ।

ওয়াই/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |