• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাজ্জাক-তাইজুলের পর মুস্তাফিজের আঘাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৩

লঙ্কানদের প্রথম ইনিংসে করুণারত্নেকে লিটনের ক্যাচ বানিয়ে শুরু করেছিলেন আবদুর রাজ্জাক। দ্বিতীয় ইনিংসেও আবার শুরু করলেন রাজ্জাক। তবে এবার কারো সহযোগিতা ছাড়াই। তার ঘূর্ণিতে এলবির ফাঁদে ফেলে জীবন মেন্ডিসকে ফেরান তিনি।

এরপরই আঘাত করেন তাইজুল ইসলাম। দলীয় ৫৩ রানে তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরে যান ওয়ানডাউনে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলভা।

তৃতীয় উইকেট হিসেবে গুণাথিলাকা মুস্তাফিজের বলে এলবির শিকার দলীয় ৮০ রানে ফিরে যান। এর আগে তিনি ২৭ বল খেলে ২৭ রান করেন। বর্তমানে টি ব্রেক চলছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: দুই চমক নিয়ে ঘোষিত হতে পারে টি-টোয়েন্টির দল
--------------------------------------------------------

টি ব্রেক পর্যন্ত ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৭ রান। করুণারত্নে ২৯ ও দিনেশ চান্দিমাল ৪ রান নিয়ে অপরাজিত আছেন। এ মুহূর্তে শ্রীলঙ্কার লিড ১৯৯ রানের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

প্রথম দিনের শেষ বেলার ধ্বংসযজ্ঞ দ্বিতীয় দিনের সাত সকালেও দেখা মিলে। বাংলাদেশ ২১ বল আর ৩ রানে শেষ ৫ উইকেটে হারায়।

প্রথম দিন শেষেই আভাস মিলছিলো এমন কিছুরই। দ্বিতীয় দিনে এসে দুই ঘণ্টা আগেই শেষ বাংলাদেশের ইনিংস। লাকমাল শুরু করলেও শেষ করেন পেরেরা। আগের দিনের নাইটওয়াচম্যান হিসেবে নামা মিরাজ অপরাজিত থাকেন ৩৮ রানে। লাকমাল, পেরেরা ও ধনঞ্জয়ার বোলিং তোপে সব উইকেট হারিয়ে বাংলাদেশ ১১০ রানেই অলআউট হয়ে যায়।

লঙ্কানদের পক্ষে সুরাঙ্গা লাকমাল ও ধনঞ্জয়া ৩টি এবং পেরেরা ২টি উইকেট লাভ করেন।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ নভেম্বর)
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ
সংসদে ১৫০ নারী আসন চায় বাংলাদেশ মহিলা পরিষদ
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চায় বিশ্বব্যাংক