ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

কাল থেকে শুরু ১৪ পেসার নিয়ে বিশেষ ক্যাম্প

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮ , ০৬:৫৯ পিএম


loading/img

নতুন বছরের শুরুতে ঘরের মাঠে পেসারদের পারফম্যান্সে সন্তুষ্ট নয় বিসিবি। তাই শ্রীলংকার মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৪ জন পেসারকে নিয়ে আগামীকাল থেকে ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্পে পেসারদের পাশাপাশি পাঁচ ব্যাটসম্যানকেও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী মাস থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যাতে লঙ্কানদের সাথে অংশ নিবে বাংলাদেশ এবং ভারত। তাই শুক্রবার থেকে টাইগারদের নিয়ে শুরু হবে বিশেষ ক্যাম্প।

যদিও এই ক্যাম্প আজ থেকে শুরু হওয়ার কথা ছিলো কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে না পারায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই ক্যাম্প চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।অনুশীলন চবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

১৪ জন পেসার: রুবেল হোসেন, এবাদত হোসেন, খালিদ আহমেদ, কাজী অনিক, হোসেন আলী, মোহাম্মদ রবিউল, কামরুল ইসলাম রাব্বী, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ
 
পাঁচ জন ব্যাটসম্যান: ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক, জাকির হোসেন ও সাব্বির রহমান।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

এএ/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |