ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সাকিবকে সরালেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক

রোববার, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ , ০৮:৪৭ পিএম


loading/img

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাম-হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। মাঠ থেকেই চলে যেতে হয়েছিল হাসপাতালে। তারপর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের কোনোটিতেই খেলতে পারেননি তিনি। তার প্রভাব পড়ল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিবকে সরিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৯০ রেটিং নিয়ে শীর্ষে এখন তিনি। ৩২৬ রেটিং নিয়ে এরপরই অবস্থান সাকিবের। তবে টেস্ট ও ওয়ানডেতে নিজের জায়গা অক্ষুণ্ণ রেখেছেন সাকিব।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার সৌম্য সরকার পাঁচ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিাতে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। বোলারদের র‌্যাংকিংয়ে মোস্তাফিজুর রহমান একধাপ এগিয়ে ওঠে এসেছেন সপ্তম স্থানে। এতে একধাপ পিছিয়ে সাকিব এখন দশম স্থানে।

বিজ্ঞাপন

এদিকে বোলিংয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টিতে শীর্ষ স্থান দখল করেছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। ৭৫৯ রেটিং নিয়ে নিউজিল্যান্ডের বাঁম-হাতি স্পিনার মিচেল স্যান্টনারকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।

সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে ৫ উইকেট শিকার করেন রশিদ। আর এতেই ৭৫৯ রেটিং নিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |