আটলান্টাকে হারিয়ে ইতালিয়ান লিগের ফাইনালে উঠেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে আটালান্টার মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল জুভেন্টাস।
গতরাতে ফিরতি লেগে একই ব্যবধানে জয় পায় জুভিরা। আর তাতে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যধানে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।
বুধবার রাতে ঘরের মাঠে প্রথমার্ধে গোলশূন্য ছিল জুভেন্টাস। বিশ্রাম শেষে ম্যাচের ৭৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় জুভেন্টাস।
এ সময় সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন মিরালেম পিয়ানিচ। শেষ পর্যন্ত এ ব্যবধানেই লিড ধরে রেখে ইতালিয়ান কাপের ফাইনালে উঠে টানা তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।
৯ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রতিপক্ষ এসি মিলান। ফাইনালে উঠার লড়াইয়ে লাৎজিওকে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়েছে এসি মিলান।
এএ/এসএস