ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন ইমাম-উল-হক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১০ নভেম্বর ২০১৮ , ১০:৪২ এএম


loading/img

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৪৭ রানে হারের পর এবার ঘুরে দাঁড়িয়েছে সরফরাজ আহমেদের দল।

বিজ্ঞাপন

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিপাকে পড়তে হয় ব্ল্যাকক্যাপসদের। 

শাহিন শাহ আফ্রিদির বোলিং তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড দল। 

বিজ্ঞাপন

কিউইদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত ইনিংস খেলেন রস টেইলর। হেনরি নিকোলাস ৩৩ রান ও ২৮ রান করেন জর্জ ওয়ার্কার। 

আফ্রিদির ৪ উইকেট ছাড়াও হাসান আলী দুটি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ হাফিজ ও শাদাব খান।

জবাবে ব্যাট হাতে নেমে শুভ সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। দলীয় ৫৪ রানের মাথায় কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসনের বল ইমামের হেলমেটে লাগে। 

বিজ্ঞাপন

১২তম ওভারের প্রথম বলে মাটিতে শুয়ে পড়েন বাম-হাতি এই ব্যাটসম্যান। ফিজিওদের সাহায্যে হেটে মাঠ ছাড়েন তিনি। কিছুক্ষণ পর স্ট্রেচার করে ড্রেসিং রুম থেকে নামিয়ে আনা হয় তাকে। অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে বিদায় নেন ৩৪ বলে ১৬ রান করা ইমাম।

ম্যাচের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়, স্ক্যান শেষে ইমাম দলের সঙ্গে যোগ দিয়েছেন। আপাতত দলের ফিজিওর তত্বাবধানে রয়েছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ইমাম বিদায় নিলেও ফখরের সঙ্গে বাবর আজম যোগ দিয়ে গড়েন ১০১ রানের জুটি। এতেই দলের জয়ের ভিত গড়ে দেন এই দুই ব্যাটসম্যান।

৮৮ বলে ৮৮ রান করে ফিরে যান ফখর। ৫০ বলে ৪৬ রানে আউট হন বাবর।

শোয়েব মালিক ও অধিনায়ক সরফরাজ দ্রুত ফিরে গেলেও শাদাব খানকে ( ১০ বলে ২ রান) সঙ্গে নিয়ে দলকে জয় উপহার দেন হাফিজ(৩১ বলে ২৭ রান)। ৪০.৩ বলে  ৪ উইকেট হারিয়ে ২১২ রান তুলে নেয় পাকিস্তান দল।

আগামী রোববার ১১ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচের জয়ীরাই সিরিজ নিজেদের করে নিতে পারবে। এর পর তিন ম্যাচের টেস্ট সিরিজ মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন :

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |