• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রথমদিন দুপুরে লড়বে মাশরাফি-মুশফিক, সন্ধ্যায় সাকিব-মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

অনেক জল্পনা-কল্পনার পর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। ২০১৮ সালের বিপিএল অনুষ্ঠিত হচ্ছে ২০১৯ সালে। কোনও উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও এবারের আসর আগের সব আসরকে ছাড়িয়ে যাবে এটাই প্রত্যাশা সবার।

দলগুলো ভারি করেছে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে। তবে প্রথম দিনে চোখ থাকবে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুলের উপর। এছাড়া এবারের আসরের মূল আকর্ষণ অস্ট্রেলীয় দুই ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের উপর। দুজনই আছেন জাতীয় দলের বাইরে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে। আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও।

আগামীকাল প্রথম দিনে আছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জাতীয় সংসদ নির্বাচনে সদ্য এমপি হওয়া মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স আর চিটাগং ভাইকিংসে প্রথমবার যোগ দিয়ে অধিনায়কত্ব পাওয়া মুশফিকুর রহিমের দল।

এই ম্যাচের দিকে আগ্রহের প্রধান কারণ হতে পারে মাশরাফি আর নিষেধাজ্ঞা থেকে ফেরা আশরাফুল। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচটি।

রংপুর রাইডার্স

মাশরাফি বিন মুর্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, ফারদিন হোসেন অনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু, নাদিফ চৌধুরী, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রিলে রুশো, শেন উইলিয়ামস, বেনি হাওয়েল, শেলডন কটরেল।

চিটাগং ভাইকিংস

মুশফিকুর রহিম (আইকন), মোহাম্মদ আশরাফুল, সানজামুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু যায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, লুক রঙ্কি, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন সানাকা, নাজিবুল্লাহ জাদরান।

দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস আর বিপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব পাওয়া মেহেদী মিরাজের রাজশাহী কিংস।

প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গড়েছে ঢাকা। বিদেশি তারকায় ঠাসা দলটিতে আছে সুনীল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো তারকারা।

ঢাকা ডায়নামাইটস

সাকিব আল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল।

অন্যদিকে দেশি ক্রিকেটারদের দিয়ে ব্যাল্যান্স দল করেছে রাজশাহী কিংস। এই দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানি মোহাম্মদ হাফিজ নেদারল্যান্ডসের রায়ান টেন ডেস্কাটে মূল ভরসা।

রাজশাহী কিংস

মুস্তাফিজুর রহমান (আইকন), মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, শাহ্‌রিয়ার নাফিজ, মোহাম্মদ হাফিজ, ক্রিস্টিয়ান জাঙ্কার, ইসুরু উদানা, লরি ইভেনস, রায়ান টেন ডেসকাট, কাইস আহমেদ, সেকুগে প্রশন্ন।

এমআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের বিপিএল খেলা নিয়ে যা বললেন চিটাগং কিংসের মালিক
বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম
দর্শকদের জন্য যেসব চমক থাকবে এবারের বিপিএলে
বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা