একমাত্র প্রস্তুতি ম্যাচে রানে ফিরল টাইগাররা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ হওয়ার পর বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য। তার আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা।
শনিবার লিঙ্কনে একমাত্র দুদিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ একাদশ। এদিন টপ অর্ডার থেকে মিডল অর্ডার এমনকি লোয়ার মিডল অর্ডার থেকেও এসেছে রান। যার ফলে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১১ রান।
এদিন দলের হয়ে রান পেয়েছেন তামিম ইকবাল ৪৫, সাদমান ইসলাম, ৬৭, লিটন দাস ৬২*, সৌম্য সরকার ৪১*, মাহমুদুল্লাহ ৫৯* মিরাজ ৫১*।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশ তোলে ১১৩ রান। এরপর দ্রুতই তিন উইকেটের পতন ঘটে। চতুর্থ উইকেট জুটিতে সৌম্য ও লিটন মিলে করেন ৯৬ রানের জুটি।
এরপর বোলারদের সম্মিলিত চেষ্টায় প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৪১১ রানের বড় পুঁজি পায় সফরকারীরা।
স্বাগতিক বোলারদের মধ্যে ৯২ রান খরচায় সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন কোবার্ন।
এএ
মন্তব্য করুন