ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ভারতের বিপক্ষে ক্যারিবীয় দলে নারিন-পোলার্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ , ০২:০৫ পিএম


loading/img
সুনিল নারিন ও কাইরন পোলার্ড

পূর্নাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারত। আগামী ৩ আগস্ট থেকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর ৩টি ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটির বিপক্ষে ছোট ফরম্যাটে ক্যারিবীয় দলে ফিরলেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট সুনিল নারিন ও কাইরন পোলার্ড।

বিজ্ঞাপন

সব শেষ ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন স্পিনিং অলরাউন্ডার নারিন। অন্যদিকে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে শেষবার দেশের হয়ে ছোট ফরম্যাটের জার্সি গায়ে চাপিয়েছিলেন বিধ্বংসী ব্যাটসম্যান পোলার্ড। 

সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন আন্দ্রে রাসেল। বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরতে হয়েছিল এই পেস অলরাউন্ডারকে। আর তাই ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ফিটনেস টেস্ট পাশ করলে দলে সুযোগ পাবেন রাসেল। 

বিজ্ঞাপন

অন্যদিকে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেয়ার কারণে তিন ম্যাচের এই সিরিজে অংশ নিচ্ছেন না ক্রিস গেইল। 

১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল 

জন ক্যাম্পবেল, এভিন লুইস, শিমরন হেটমেয়ার, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড,  কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, সুনীল নারিন, শেলডন কোটরেল, ওশানে থমাস, অ্যান্থনি ব্রাম্বলে, খারি পিয়েরে।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |