ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খেলা না হলে ট্রফি কার?

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ , ০৭:৫১ পিএম


loading/img

রিজার্ভ ডে বলতে কিছু নেই এই সিরিজে। তাই আজকের ম্যাচ কালকে হবার কোনও কারণ নেই। কিন্তু যেভাবে মিরপুরের আকাশ কাঁদছে সেই দুপুর থেকে তাতে ক্রমশই সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটির। খেলা যদি শেষ পর্যন্ত মাঠে না গড়ায় তাহলে ত্রিদেশীয় সিরিজের ট্রফি যাবে কার ঘরে?

বিজ্ঞাপন

হাজারো টাইগার সমর্থকের ভিড় শের ই বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে। কেউ টিকিট নিয়ে অপেক্ষায় মাঠের বাইরে। সবারই অপেক্ষা, কখন শুরু হবে খেলা।

খেলা কি আদৌ শুরু হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে ম্যাচ শুরুর জন্য। এরপরও যদি বৃষ্টি না থামে তাহলে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দু’দলকে।

বিজ্ঞাপন

নির্দিষ্ট সময়ের আগে যদি খেলা শুরু করা যায় তাতে ওভার কমে আসবে স্বাভাবিকভাবে। এখন সব ছাপিয়ে সবার অপেক্ষা জমজমাট এক লড়াই দেখার।

এমআর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |