• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড, তবু হেরেছে দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ অক্টোবর ২০১৯, ০৮:৪৫
hasnain
বাবর আজমের সঙ্গে উদযাপন করছেন মোহাম্মদ হাসনাইন

র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা দলটির বিপক্ষে ৬৭ রানের জয়কে ‘আপসেট’ বললেও ভুল হবে না। মোহাম্মদ হাসনাইন হ্যাটট্রিক তুললেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার এড়াতে পারেনি পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দাসুন গুনাথিলাকা ও আভিশকা ফার্নান্দো দুর্দান্ত সূচনা করেন। যোগ করেন ৮৪ রান।

গুনাথিলাকা ৫৭ রানে ফিরেন শাদাব খানের বলে। ৩৩ রান করে রান আউটে বিদায় নেন ফার্নান্দো।

ভানুকা রাজাপাকশে ৩২, দাসুন শানাকা ১৭ ও ২ রান করে শেহান জয়সুরিয়া ফেরেন হাসনাইনের বলে। টি-টোয়েন্টির সবচেয়ে কনিষ্ঠতম বোলার হিসেবে হ্যাটট্রিক তুলে নেন ১৯ বছর বয়সী এই পেসার।

শেষ পর্যন্ত ইসুরু উদানা ৫ ও ওয়ানিন্দু ডি সিলভা ৭ রান করে ছিলেন অপরাজিত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা।

নুয়ান প্রদীপ ও ইসুরু উদানার পেস আক্রমণে ১৭.৪ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

দলের হয়ে ইফতেখার আহমেদ ২৫, সরফরাজ আহমেদ ২৪ ও বাবর আজম করেন ১৩ রান। এছাড়া কেউই দুই অংকে পৌঁছতে পারেনি।

প্রদীপ ও উদানা তুলে নেন তিনটি করে উইকেট। ডি সিলভা দুটি এবং একটি উইকেট লাভ করেন কাসুন রাজিথা।

আগামী সোমবার সিরিজের দ্বিতীয় ও বুধবার তৃতীয় ম্যাচে মাঠে নামবে দল দুটি।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে পিসিবির শর্তে রাজি ভারত!
হাইব্রিড মডেল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শোয়েব আখতার
হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করল পিসিবি, আইসিসির সভা স্থগিত  
সবকিছু হবে সমতার ভিত্তিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি