• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

তবু হারানো গেল না ভারতকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০২০, ১৮:০৪
তবু হারানো গেল না ভারতকে

একই দিনে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড এর তিনটি ভিন্ন দল। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ‘এ’ দলের ম্যাচ ছাপিয়ে সবার নজর ছিল অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির দিকে।

ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হওয়া ম্যাচে ছিল শিশির ইস্যু। তাই টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির দল।

ঘরের মাঠে কিউইদের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটি থেকে মাত্র ৭ ওভার ৪ বলে আসে ৮০ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে শিভাম দুবের বলে প্যাভিলিয়নে ফেরত যান মার্টিন গাপটিল।

কিউদের ইনিংসে অর্ধশতক ছিল তিনটি। কলিন মুনরো ৫৯, কেন উইলিয়ামসন ৫১ এবং রস টেইলরের ৫৪ রানে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট খরচায় নিউজিল্যান্ড তোলে ২০৩ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই হারায় রোহিত শর্মার উইকেট।

রোহিত (৭) থামলেও থামেননি লোকেশ রাহুল। তাকে সমর্থন জুগিয়েছেন অধিনায়ক কোহলি (৪৫)। দুজনের ৯৯ রানের জোটে বড় লক্ষ্যও সহজ হয়ে গিয়েছিল ভারতের জন্য।

মাঝে স্বল্প বিরতিতে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। তবে শ্রেয়াস আয়ার ও মণীশ পাণ্ডের ব্যাটে সেই বিপদ সামলে ওঠে ভারত। দলের জয়ের আগেই নিজের অর্ধশতক (৫৮) তুলে নেন আয়ার। ভারত ৬ বল হাতে রেখে জয় পায় ৬ উইকেটে।

এমআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়