ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আকবরের বিশ্বকাপ ছুঁয়ে দেখা হলো না বোনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ , ০১:২০ পিএম


loading/img
আকবর আলী

প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্বকাপ জয়। সেই দলের অধিনায়ক আকবর আলী। গতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগার যুবারা।

বিজ্ঞাপন

এই ইতিহাসের সাক্ষী হতে পারলেন না যার হাত ধরে ইতিহাস রচনা হয়েছে তারই বড় বোনের।

হারতে যাওয়া বাংলাদেশকে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে একাই বিশ্বকাপ জিতিয়েছেন অধিনায়ক আকবর আলী। এমন জয়ের পর আকবরদের ছুঁয়ে দেখার জন্য অনেকে হাজির হবে বিমান বন্দরে।

বিজ্ঞাপন

কিন্তু ঘরের মানুষটার আর ছোঁয়া হলো না আকবরকে। গত ২২ জানুয়ারি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান আকবরের একমাত্র বড় বোন খাদিজা।

এমন খবর টিম ম্যানেজমেন্টের কানে পৌঁছালেও আকবরকে শোনাননি প্রথমে। যখন শুনলেন ততোক্ষণে অনেক দেরি হয়ে যায়। আকবর নিজেকে শান্ত করেন, শোককে পরিণত করেন শক্তিতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালের ম্যাচটা খেলেছেন বোনের মৃত্যুর খবর মাথায় নিয়ে। ফাইনালটাও খেললেন বোনের অকালমৃত্যুর শোক নিয়ে।

বিজ্ঞাপন

আকবর বাড়ি ফিরবেন বিশ্বকাপ হাতে। গোটা দেশের মানুষের ভালোবাসা নিয়ে কিন্তু বোনের ভালোবাসা!

এমআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |