• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বাংলাদেশ মনে আছে? আফ্রিদিকে গম্ভীর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১৩:১০
Former Pakistan captain has attacked Indian Prime Minister Narendra Modi over the Kashmir issue
ফাইল ছবি

মাঠ পেরিয়ে বাইরেও পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে বাক যুদ্ধে লিপ্ত হতে দেখা গেছে। ক্রিকেটের দুই তারকা আবারও কথার যুদ্ধে অবতীর্ণ হলেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন। এমন একটা ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

করোনাভাইরাসের প্রকোপেও কাশ্মীরের জনগণকে অত্যাচার করছেন ভারত। এমটাই দাবি আফ্রিদির। অভিযোগ করেছেন, মোদি সরকার নাকি জবরদখল করে রেখেছে কাশ্মীরকে।

ভিডিওতে তিনি বলেন, ‘বিশ্ব এখন মারাত্মক রোগে আক্রান্ত। কিন্তু মোদির মনে এর চেয়েও বড় রোগ হানা দিয়েছে। কাশ্মীরে ৭ লাখ সেনা মোতায়েন করেছেন তিনি। যা পাকিস্তানের সেনা বাহিনীর সমান।’

এমন বক্তব্যের পর আফ্রিদিসহ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে ‘জোকার’ বলে সম্বোধন করেছেন দিল্লির বিজেপির সংসদ সদস্য। এসময় বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন গম্ভীর।

ভারতের বিশ্বকাপ জয়ী এই ওপেনার বলেন, ‘১৬ বছরের কিশোর শহীদ আফ্রিদি বলেছে, পাকিস্তানের ৭ লাখ সেনা আছে। যার পেছনে রয়েছে ২০ কোটি মানুষ। তবু ৭০ বছর ধরে কাশ্মীর ভিক্ষা চাইছে তারা। আফ্রিদি, ইমরান ও বাজওয়ার মতো জোকাররা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষেদাগার করে পাকিস্তানিদের বোকা বানাতে পারে, কিন্তু শেষ বিচারের দিন পর্যন্ত কাশ্মীর পাবে না তারা। বাংলাদেশের কথা মনে আছে?’

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিন আফ্রিদিকে পাঁচ ম্যাচের বেশি খেলানোর চেষ্টা করছেন তামিম
কাশ্মীরে ভারতীয় তিন সৈন্য নিহত
চিটাগং কিংসের ম্যাচ দেখতে মাঠে শাহিদ আফ্রিদি
তামিমের ডাকেই বরিশাল শিবিরে যোগ দিয়েছেন শাহিন আফ্রিদি