ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত: সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২০ , ০৯:৫৪ এএম


loading/img
সাকিব আল হাসান

চলতি শতাব্দীর পরিসংখ্যান বিবেচনায় সাকিব আল হাসানকে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি টেস্টে সাকিব রয়েছেন ষষ্ঠতম স্থানে।

বিজ্ঞাপন

দুই ফরম্যাটে উইজডেনের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (এমভিপি) তালিকায় নির্বাচিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই তারকা অলরাউন্ডার। জানিয়েছেন বাংলাদেশের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি সম্মানিত।

শনিবার অফিসিয়াল ফেসবুক পোস্টে সাকিব বলেন, সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। 

বিজ্ঞাপন

জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রক্ষার তথ্য গোপন করে ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হন এই স্পিনিং অলরাউন্ডার। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের পর আবারও ২২ গজ মাতাতে দেখা যাবে সাকিবকে।

উইজডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয়য় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |