ঢাকাশনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

স্ট্রেস

শুধু রাতে জ্বর আসে, তবে কী ভয়াবহ কোনো রোগের লক্ষণ?

শুধু রাতে জ্বর আসে, তবে কী ভয়াবহ কোনো রোগের লক্ষণ?

০৭ এপ্রিল ২০২১, ০৫:২৪ পিএম

অনেকের শুধু রাতে জ্বর আসে। অথচ দিনের বেলা তারা দিব্যি সুস্থ। রাতে জ্বরে ছটফট করেন, ঘুম হয়না ও সকালে ক্লান্ত বোধ করেন। বিষয়টি আমরা খুব স্বাভাবিকভাবেই নিয়ে থাকি। কেননা, দুই কি তিনদিন জ্বরের ওষুধ খাওয়ার পরই সেরে যায় জ্বর। তবে এ জ্বর যে শুধু জ্বর নয়, এটাকে লক্ষণ বলা যেতে পারে। রাতে জ্বরের ফলে খিদের অভাব, ডিহাইড্রেশন, ডিপ্রেশন, হাইপারঅ্যালগেসিয়া বা অতি অল্পেই অতিরিক্ত যন্ত্রণা বোধ, লেথার্জি, ঘুম ঘুম ভাব থেকে যায়। এ জ্বর বৃদ্ধি পেলে প্রলাপ বকার মতোও সমস্যা দেখা দেয়। এ জ্বরের বিভিন্ন কারণ থাকতে পারে। তবে তা অবশ্যই জানা উচিত এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |