আরটিভি চট্টগ্রাম ব্যুরো অফিসে দুধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার দিনগত রাতের কোনো এক সময় নগরীর কোতোয়ালি থানার লাইভলেইনের এপিক ইত্তেহাদ ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুর্বৃত্তরা অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুইটি ল্যাপটপ, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
বিজ্ঞাপন
চুরির ঘটনার সংবাদ পেয়ে পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জেবি/জেএইচ