ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

যুবলীগ নেতার বিরুদ্ধে উলঙ্গ ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগ

বগুড়া প্রতিনিধি

বুধবার, ২৮ মার্চ ২০১৮ , ১০:১৫ এএম


loading/img

বগুড়ায় এক মেয়ের সঙ্গে ব্যবসায়ীর উলঙ্গ ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগে যুবলীগ নেতা ও মাই টিভির বগুড়া প্রতিনিধি লতিফুল করিমসহ তার আট সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া শহরতলীর বুজরুকবাড়িয়া গ্রামের বরফ ব্যবসায়ী আব্দুল মান্নান বাদী হয়ে গতকাল মঙ্গলবার সদর থানায় মামলাটি করেন।

অভিযুক্ত লতিফুল করিম বগুড়া জেলা যুবলীগের সদস্য ও মাই টিভির বগুড়া জেলা প্রতিনিধি।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: ফিরে আসেনি শাবানা
--------------------------------------------------------

মামলায় বলা হয়েছে, বরফ ব্যবসায়ী আব্দুল মান্নান (৪৮) বুজরুকবাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে। গেলো ২৪ মার্চ তার সঙ্গে দেখা করার জন্য এক মেয়ে আসে।তিনি পূর্বপরিচিত এই মেয়েকে নিয়ে প্রতিবেশী বন্ধু এনামুলের বাড়িতে যায়। সেখানে বসে কথা বলার সময় যুবলীগ নেতা করিমসহ তার সহযোগীরা হামলা চালায়। তারা মান্নান ও ওই মেয়েকে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে। একপর্যায়ে দুইজনকে উলঙ্গ করে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তোলে। অন্য একজন পুরো ঘটনাটি ভিডিও করে রাখে।

পরে ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে পাঁচ লাখ চাঁদা দাবি করে করিম ও তার সহযোগীরা।  তারা বাড়ির মালিক এনামুলকে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে। একপর্যায়ে আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুল হান্নানকে মোবাইল ফোন করে ডেকে আনে। এরপর বড় ভাইয়ের মতো তাকেও ব্যাপক মারপিট করা হয়। অমানুষিক নির্যাতনের একপর্যায়ে মান্নান বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে করিমকে দেয়। পরে জাহিদুল নামের একজনের জিম্মায় আরও ৩০ হাজার টাকা দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

পরদিন ২৫ মার্চ আরও ১৫ হাজার টাকা জিম্মাদার জাহিদুলের কাছে দেয় মান্নান। এসময় করিম তাদের নির্দেশ দেয় মারপিটে যারা আহত হয়েছে তারা যেন বাইরে চিকিৎসা না করে। কিন্তু প্রচণ্ড মারপিটের কারণে এনামুলের অবস্থা গুরুতর হওয়ায় আসামিরা তাকে চিকিৎসার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী আরটিভি অনলাইনকে বলেন, যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশি তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।

অভিযুক্ত যুবলীগ নেতা লতিফুল করিম মুঠোফোনে সাংবাদিকদের জানান, তিনি এ ধরনের ঘটনার কথা বলতে পারেন না। ওই এলাকায় যুবলীগের দুইটি গ্রুপে মারামারি হয়েছে বলে শুনেছেন। কাউকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ সঠিক নয়।

আরও পড়ুন:

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |