ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের ২০ বছর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ , ০৩:৪৮ পিএম


loading/img

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় দুই জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড ভোগ করতে হবে তাদের।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সাইফুল ইসলাম ও মফিজুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জাসমিন আহমেদ আরটিভি অনলাইনকে জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য সাইফুল ও মফিজুলকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : রাজশাহীতে ৬ নারীসহ ৭ জঙ্গি গ্রেপ্তার
--------------------------------------------------------

পরে তাদের দেয়া তথ্য মতে, ২০০৭ সালের ১ জানুয়ারি সোনারগাঁও থানার কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি দেশীয় হ্যান্ডগ্রেনেড, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের আব্দুস সালাম বাদী হয়ে সোনারগাঁও থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। এ মামলায় বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |