লক্ষ্মীপুরে এক ইউপি চেয়ারম্যানকে আটকের পর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে সদর উপজেলার জকসিন বাজার থেকে তাকে আটক করে র্যাব।
আটক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম মোশারফ হোসেন মুশু।
তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা আরটিভি অনলাইনকে জানান, রোববার রাতে জকসিন বাজারের নিজ কার্যালয়ে বসে ইয়াবা সেবন করছিলেন চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু।
--------------------------------------------------------
আরও পড়ুন : চবিতে শাটল ট্রেন অবরোধ করে আন্দোলনে কোটাবিরোধী শিক্ষার্থীরা
--------------------------------------------------------
এসময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান আরটিভি অনলাইনকে বলেন, দেড় বছর ধরে চেয়ারম্যান মোশারফ হোসেন ইয়াবা সেবন করছেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন। পরে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- সিমেন্ট কারখানা পরিষ্কার করতে গিয়ে মুন্সীগঞ্জে দুই শ্রমিকের মৃত্যু
- ঢাকায় গ্রেপ্তার, ‘বন্দুকযুদ্ধে’ ময়মনসিংহে নিহত
জেবি/এসএস