টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ আসামী সৈয়দ আলম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। উদ্ধারকৃত ইয়াবার বাজায় মূল্য আনুমানিক এক কোটি ৫০ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
আটক সৈয়দ আলম টেকনাফের শিল গ্রামের মো. হোসেনের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের পৌরসভা কে কে পাড়াস্থ শ্যামলী কাউন্টার এর সামনে মাদক ব্যবসায়ী আলম ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে স্কোয়াডন লিডার মো. রেজাউল হক এর নেতৃত্বে র্যাব-৭ এর একটি দল ওইখানে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, আলমকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
- দুই বিঘা জুড়ে একটি আমগাছ
- গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ ছয় মামলার আসামি নিহত
এসএস