সাভারের আশুলিয়ার নরসিংহপুরে একটি বাড়ির পানির ট্যাংকের দেয়াল ধসে মা ও ছেলে নিহত হয়েছেন।
সোমবার ভোরে বাংলাবাজার এলাকার নুরু মোহাম্মদ পালোয়ানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিমা বেগম শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন। ছেলে সিয়াম হোসেন প্রথম শ্রেণিতে লেখাপড়া করতো।
তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালিয়াপাড়া এলাকায়।
--------------------------------------------------------
আরও পড়ুন : রাঙামাটিতে ভারি বর্ষণে ফের পাহাড়ধসের আশঙ্কা, বন্ধ সড়ক যোগাযোগ
--------------------------------------------------------
জানা যায়, ভোরে বিকট শব্দে সেলিনার ঘরে উপরে দেয়াল ধসে পড়ে যায়। পরে ওই ঘর থেকে একজনকে উদ্ধার করতে পারলেও মা ও ছেলেকে বের করা যায়নি।
আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেয়ালের নিচে চাপা পড়ে নিহত মা ও ছেলে মরদেহ উদ্ধার করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পানির ট্যাংকের দেয়াল ভোরের দিকে হঠাৎ করে একটি কক্ষের উপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেলিনা ও তার ছেলে সিয়ামের। আহত হন টুটুল নামে নিহত ওই নারীর ভাই। তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন :
এসএস