ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

নওগাঁয় ঘরে আগুন দিয়ে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নওগাঁ সংবাদদাতা

সোমবার, ১৩ আগস্ট ২০১৮ , ০১:৪৭ পিএম


loading/img

নওগাঁ সদর উপজেলার পার বাঙ্গাপুর গ্রামে একটি বাড়িতে আগুন দিয়ে মোহন হোসেন (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভোর ছয়টার দিকে হঠাৎই মোহনের ঘরে আগুন জ্বলতে দেখতে পান তারা। এসময় ঘরের ভেতরে আটকা পড়ে ওই যুবক। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই মোহন ঘরের ভেতর অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ শত্রুতাবশত কে বা কারা মোহনের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, অগ্নিকাণ্ড ও মোহনের মৃত্যুর ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন  :

বিজ্ঞাপন

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |