ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সাহেব যখন মেনেছেন সব হবে আনুষ্ঠানিকভাবে : অপু বিশ্বাস (অডিও)

এ এইচ মুরাদ

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ , ০৬:০৯ পিএম


loading/img

শাকিব খান-অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়। তিনটি নাম সোমবার থেকেই টপ অব দ্য কান্ট্রি।

বিজ্ঞাপন

নিখোঁজ থাকা অপু হঠাৎ করেই পুত্র সন্তান নিয়ে মিডিয়ার সামনে হাজির। জানান ৯ বছর আগেই শাকিবের সঙ্গে বিয়ে হয়েছিলো তার। ক্যারিয়ারের কথা ভেবে এতোদিন গোপন রেখেছিলেন সেই বিয়ের খবর।

কিন্তু শিশুপুত্র আব্রাহাম খান জয়কে বাবার পরিচয়েই বড় করতে চান তিনি। 

বিজ্ঞাপন

ঐদিন বিকেলেই ছেলেকে স্বীকৃতি দিলেও অপুকে মেনে নেবেন না জানান শাকিব খান। এ নিয়ে উত্তাল হয়ে উঠে পুরো দেশ।

তবে সব আলোচনা-সমালোচনার বাঁধ ভেঙে অবশেষে মঙ্গলবার অপুকে স্বীকৃতি দিয়েছেন শাকিব খান।

এ ব্যাপারে আরটিভি অনলাইনকে অপু বিশ্বাস বলেন, এটা সবচে’ খুশীর, সবচে’ পাবার। সন্তানের স্বীকৃতি, নিজের স্বীকৃতি এর চেয়ে বড় পাবার কিছু নেই।

বিজ্ঞাপন

তবে শাকিব খানের সঙ্গে এখনো কথা হয়নি তার। অভিমানের বরফ গলেছে দু'জনের মধ্যে কে আগে ফোন করবেন বা দেখা করবেন।

জবাবে জনপ্রিয় এ নায়িকা বলেন, এটা নিয়ে আর কি বলবো। মান অভিমানের কি আছে। সন্তান-সংসার সবার কাছেই সমান। দু'জনের যে কেউ আগে কথা বললেই হবে। 

স্ত্রী-পুত্রের স্বীকৃতি দিলেন শাকিব খান। বারবার বলেছেন এভাবে তার সন্তানকে টেলিভিশনে দেখতে চাননি।

সুপারস্টার বলে কথা স্ত্রী-পুত্রের স্বীকৃতি নিয়ে কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কিনা? জবাবে অপু বলেন, শাকিব খান সাহেব যখন মেনেছেন সবকিছু আনুষ্ঠানিকভাবেই হবে। আপনারা সবাই জানবেন।   

এদিকে 'অপুর সংসার' নামে একটি নতুন সিনেমা শাকিব-অপুকে নিয়ে নির্মাণ করতে চান এক চলচ্চিত্র প্রযোজক।

এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, এ ছবির বিষয়টি আমার কাছে সম্পূর্ণ অজানা। কথা হলে জানাতে পারবো।

ঢাকাই ছবির শীর্ষ এ নায়িকা দর্শকদের উদ্দেশে বলেন, সবাই আমাদের সন্তান ও পরিবারের জন্য দোয়া করবেন। যেনো ভালোভাবে আগামীতে পথ চলতে পারি।

এইচএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |