ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

১২ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘নায়ক’

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ , ০২:০৮ পিএম


loading/img
অফিসিয়াল ফাস্টলুক পোস্টার

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান জুটির প্রথম সিনেমা ‘নায়ক’ এর পোস্টার প্রকাশ হলো আজ শনিবার। সিনেমাটি নির্মাণ করেছেন যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। সকালে নিজের ফেসবুকে এই সিনেমার পোস্টার উন্মুক্ত করেন পরিচালক ইস্পাহানী।

বিজ্ঞাপন

নায়ক এর অফিসিয়াল ফাস্টলুক পোস্টার প্রকাশের পাশাপাশি এর মুক্তির তারিখও চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। নায়ক এর পোস্টারে ভিন্ন লুকে দেখা গেছে, বাপ্পি-অধরাকে। পরিচালকের ফেসবুক পোষ্টে অনেকেই পোস্টারটির প্রশংসা করেছেন।

সম্প্রতি বিনা কর্তনে সেন্সর সনদ পেয়েছে ‘নায়ক’। বাপ্পি-অধরা ছাড়া আরও অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে। কয়েকদিন আগেই সিনেমার ‘এলোমেলো’ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটি এরই মধ্যে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৫ বছর আগে নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন ইস্পাহানী আরিফ জাহান। তবে নতুন নায়ক সিক্যুয়াল সিনেমা নয়। নতুন গল্প নিয়েই ‘নায়ক’ নির্মিত হয়েছে। ভালো লাগা থেকেই ‘নায়ক’ নামে নতুন ছবি বানাচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা।

এর আগে যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, তুমি সুন্দর, সন্ত্রাসী মুন্নাসহ আরও বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

আরও পড়ুন :

এম/এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |