ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ফিলিপিন্সে বাস খাদে, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১ মার্চ ২০১৮ , ০২:১৯ পিএম


loading/img

ফিলিপিন্সের মধ্যাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার দেশটির পুলিশ জানিয়েছে, ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

বিজ্ঞাপন

বাসটি মিনদোরো দ্বীপ থেকে রাজধানী ম্যানিলায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার গভীর রাতে বাসটি পর্বতময় রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। জানিয়েছেন আঞ্চলিক পুলিশের মুখপাত্র ইমেলডা টলেনটিনো।

তিনি বলেন, উদ্ধারকর্মীরা গাড়ির ভেতর থেকে মৃত ও আহত ব্যক্তিদের বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে। বাসটি খাদের একেবারে নিচে পড়ে গেছে। 

বিজ্ঞাপন

টলেনটিনো বলেছেন, কারিগরি সমস্যা নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখছে পুলিশ।

--------------------------------------------------------
আরও পড়ুন: ডিলিট ফেসবুক বললেন হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা
--------------------------------------------------------

পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ১৫ মিটার গভীর খাদ বেয়ে নিচে নামছেন।

বিজ্ঞাপন

ফিলিপিন্সে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দুর্বল অবকাঠামো, পুরনো বাস ও অদক্ষ চালকের কারণেই সেখানে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে বলে দাবি কর্তৃপক্ষের। ২০১০ সালে উত্তরাঞ্চলীয় ফিলিপিন্সে একটি গভীর গিরিখাতে বাস পড়ে গেলে পাঁচ বিদেশিসহ ৪১ জন নিহত হয়। গেলো বছরের এপ্রিলে আরেকটি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছিল।

আরও পড়ুন:

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |