সিঙ্গেল টেনিসের কোর্টে প্রায় ১৪ মাস পর। একক লড়াইয়ের প্রতিযোগিতায় দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
গত বছরের ১ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন সেরেনা উইলিয়ামস। কন্যা এলেক্সিসের জন্মের ৪০৪ দিন পর একক লড়াইয়ে নেমে হারেননি তিনি।
এর আগে গেলো ডিসেম্বরে দুবাইয়ে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেড কাপে বোন ভেনাসের সাথে দ্বৈত ম্যাচের লড়াইয়ে নেমেছিলেন নেদারল্যান্ডের বিপক্ষে।
গতকাল ৩৬ বছর বয়সি সেরেনার প্রতিপক্ষ কাজাখাস্তান তরুণী জারিনা ডায়াসকে ৭-৫ এবং ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি।
সেরেনার আরেক বোন ভেনাসও অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। প্রথম রাউন্ডের খেলায় স্বদেশী খেলোয়াড় মনিকা নিক উলেস্কুকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করেন।
দ্বিতীয় রাউন্ডে কোনও অঘটন না ঘটলে ভেনাস পরিবারের দুই বোনের দেখা মিলবে একই কোর্টে প্রতিপক্ষ হিসেবে।
২৩ টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা উইলিয়ামস সিঙ্গেল কোর্টে জয়ের পর বলেন, আমি কিছুটা বিবর্ণ ছিলাম। তবে আমার স্বামী আমাকে সমর্থন দিতে মাঠে এসেছিল। আশা করি দ্বিতীয় রাউন্ডের খেলায় আরো ভালো খেলতে পারবো।
এএ