ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত: সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ , ১১:৪২ এএম


loading/img

ঢাকা থেকে নেপালগামী বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত হবার পর এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। কাঠমান্ডুগামী ওই বিমানে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। এদের মধ্যে দুই শিশুসহ ৩৩ বাংলাদেশি ছিলেন।

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান। 

বিজ্ঞাপন

বাংলাদেশে টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক ফেসবুকে লিখেন, খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশ্যে জানাই আমার এবং শিশিরের (সাকিবের স্ত্রী) গভীর সমবেদনা। 

বিশ্ব সেরা এই অলরাউন্ডার লিখেন, আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা যেন এ বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস যোগান, সেই প্রার্থনা করছি।

এদিকে দলের আরেক সেরা তারকা মুশফিকুর রহিমও বিমান দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

এই উইকেট রক্ষক ব্যাটসম্যান ফেসবুকে বিধ্বস্ত হওয়া বিমানের ছবি দিয়ে লিখেছেন, অনুগ্রহ করে সবাই তাদের জন্য প্রার্থনা করুন।   

ওয়াই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |