দেশের সীমানা পেরিয়ে বিরাট কোহলি এখন গোটা ক্রিকেট বিশ্বের হিরো। বিরাটের কাঁধে ভর করে গোটা ভারতবর্ষ হাসে। আর তাকে নিয়েই যদি পরীক্ষার প্রশ্নপত্রে বলা হয়, বিরাট কোহলির জীবনী নিয়ে লিখতে!
ভারতের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে এমনি একটি প্রশ্ন করা হয়েছে। মঙ্গলবার ভারতের কলকাতায় মাধ্যমিক পরীক্ষার ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে বিরাট কোহলির জীবনী নিয়ে লিখতে বলা হয়। যা কিনা বাধ্যতামুলক প্রশ্ন ছিল।
বর্তমান সময়ে ভারতের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার বিরাট। এদিন বিরাটের জীবনী নিয়ে লিখেছে প্রায় ১১ লাখ পরিক্ষার্থী।
কোহলির জীবনী নিয়ে লিখতে পেরে বিরাট খুশি পরিক্ষার্থীরাও।
--------------------------------------------------------
আরও পড়ুন: টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে রাবাদা-সাকিব-স্মিথ
--------------------------------------------------------
দিল্লির পাঞ্জাবি পরিবারে ১৯৮৮ সালের ৫ নভেম্বর জন্ম বিরাট কোহলির। বাবা প্রেম কোহলী ছিলেন একজন আইনজীবি আর মা সরোজ কোহলি ছিলেন গৃহিণী।
২০০৬ সালে খেলেন রঞ্জিত ট্রফি। খেলা চলাকালীন সময়েই শুনতে পানা বাবা মারা যাওয়ার কথা। খেলা শেষ করেই আসেন বাবার সৎকারে।
২০০৮ সালে অভিষেক হয় জাতীয় দলের জার্সিতে। এরপর ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে নিয়মিত অধিনায়ক ধোনি অবসরে যাওয়ায় নেতৃত্বের ভার উঠে বিরাটের কাঁধে। তার ঠিক দু’বছর পর ওয়ানডে আর টি-টোয়েন্টি থেকে ধোনির অবসরে যাওয়ায় তিন ফর্মেটেই অধিনায়ক করা হয় বিরাট কোহলিকে।
আরও পড়ুন:
এএ