অধিনায়ক হিসেবে লা লিগায় প্রথম ম্যাচে নেমেছিলেন লিওনেল মেসি। আলাভেসের বিপক্ষে খেলতে নেমেই দিনটি স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ন্যু ক্যাম্পে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা
কাতালানরা হয়ে দুটি গোল করেছেন নতুন অধিসায়ক। একটি গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো।
বারে লেগে বল ফেরত আসা, কখনও প্রতিপক্ষের গোলকিপারের অসাধারণ সেভ, কখনও আবার ডিফেন্ডারদের নৈপুণ্যে গোল করতে পারছিল না ভালভার্দের শিষ্যরা। আর তাই প্রথমার্ধে ০-০ সমতায় মাঠ ছাড়তে হয়।
অবশেষে ৬৩তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত সময়টি। বার্সার প্রাণভোমরা ডি বক্সের বাইরে ফাউলের শিকার হন। ফ্রি-কিকে সবাইকে বোকা বানিয়ে মৌসুমের প্রথম গোলটি করেন মেসি। এতে স্প্যানিশ লা লিগার ইতিহাসে ৬ হাজারতম গোল করলো বার্সা।
৮২ মিনিটের মাথায় একক নৈপুণ্যে এক অসাধারণ গোল উপহার দেন কুতিনহো। সাম্বা মিডফিল্ডারের গোলে স্কোর দাঁড়ায় ২-০তে।
ম্যাচের একেবারে শেষ ভাগে আলাভেসের জালে আরেকবার বল জড়ায় ব্লাউগ্রানা শিবির। চমৎকার রিসিভ করে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলের পর জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি।
আরও পড়ুন :
ওয়াই/এসএস