ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শুরু 

আরটিভি নিউজ

বুধবার, ১০ মার্চ ২০২১ , ১১:১৫ এএম


loading/img
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠানে প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ২০২১-২০২২ সেশনে দুইদিনব্যাপী ভোটগ্রহণ চলছে। কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন হচ্ছে। এসব পদে ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল এবং ৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য ছিল। 

বিজ্ঞাপন

নির্বাচন উপলক্ষে সাত সদস্যের নির্বাচন উপকমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। এরই মধ্যে সরকার সমর্থক এবং বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। 

গত ১০ ফেব্রুয়ারি সরকারপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়। এতে বর্তমান সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিনকে ফের সভাপতি পদে এবং আইনজীবী শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়।

বিজ্ঞাপন

অপরদিকে ৫ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি ও

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করা হয়।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |