চূড়ান্ত নীতিমালাসহ ব্যাটারিচালিত যান চালকদের ৮ দাবি 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০২:১৭ পিএম


চূড়ান্ত নীতিমালাসহ ব্যাটারিচালিত যান চালকদের ৮ দাবি 

ব্যাটারিচালিত থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

তাদের অন্য দাবিগুলো হলো–

বিজ্ঞাপন

নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া; কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা ও ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ না করা; গণ-অভ্যুত্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাসহ নিহত-আহত সব শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা; বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারিচালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা।

এ ছাড়াও প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত, স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড বা বাই লেন নির্মাণ করা এবং ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক জব্দ বন্ধ এবং জব্দ করা গাড়ি ও ব্যাটারি ফেরত দেওয়া; চালকসহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা; সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও ছিনতাইকারী চক্রের হোতাদের গ্রেপ্তার করে চালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব শ্রমিকের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা।

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক রোকসানা আফরোজ আশার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন এস এম কাদির, দাউদ আলী মামুন, আফজাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে নীতিমালা প্রণয়নের জন্য কাজ শুরু করে সংগ্রাম পরিষদ। ২০২১ সালে নীতিমালা চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। নীতিমালা প্রণয়ন না করায় গত বছরের জুলাইয়ে স্মারকলিপি দেওয়া। কিন্তু এখনও সেই নীতিমালা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি সরকার।

সংগ্রাম পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই অবস্থান কর্মসূচি। দাবি মেনে না নিলে ফেব্রুয়ারি মাসে পরিবারসহ অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশের মতো কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।

আরটিভি/একে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission