ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ভুল বার্তার বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ 

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০৮:৫০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাপী ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দাবি করে এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে পাশে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা মার্কিন সিনেটর গ‍্যারি সি পিটার্স। পরে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে নৈশভোজের আয়োজনেও যোগ দেন ডেমোক্র্যাটিক পার্টির এ সিনেটর। এরই মধ্যে আলাপকালে ভুল বার্তার বিরুদ্ধে মার্কিন সহায়তার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। 

দ্বিপাক্ষিক এই আলাপে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে বিভিন্ন ইস‍্যুতে আলোকপাত করেন তারা। এ ছাড়া দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক, প্রযুক্তিগত বিনিময় এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন।

বিজ্ঞাপন

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, দেশি ও বিদেশি কিছু মহল বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি সিনেটরের সামনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে ভুল বার্তার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার আহ্বান জানান।

এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা এবং মিয়ানমারে তাদের টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। একইসঙ্গে এই বছরের শেষের দিকে রোহিঙ্গা ইস্যুতে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি। 

এসময় সিনেটর গ্যারি পিটার্স বাংলাদেশের উদার মানবিক সহায়তার উচ্চ প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস দেন তৌহিদ হোসেনকে।

বিজ্ঞাপন

ডেমোক্র্যাটিক পার্টির এ সিনেটর তার মিশিগান রাজ্য এবং সমগ্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সম্প্রদায়ের প্রশংসনীয় অবদানের কথাও উল্লেখ করেন। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনসহ যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |