রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা বলেছেন, মাথায় আঘাতের কারণে মারা গেছেন লিপু।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সিনিয়র প্রভাষক ডা. এনামুল হক জানান, লিপুর মাথায় ডান পাশে বড় ধরনের আঘাতের চিহ্ন আছে, যার কারণে তার মৃত্যু হয়েছে। বুকের দু’পাশে দু’টি হাড় ভেঙ্গে গেছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন লিপুর চাচা বশির মোল্লা।
রাজশাহী মহানগর পুলিশ সহকারি কমিশনার একরামুল হক জানান, তদন্ত শুরু হয়েছে। মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে নিয়ে আসা হয়েছে। তারা হলেন, লিপুর রুমমেট উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম, লিপুর বন্ধু প্রদীপ ও হলের দুইজন গার্ড।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে লিপুর মরদেহ আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের পেছনে ড্রেন থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এম