• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২৪, ২৩:২১
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
ফাইল ছবি।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় মো. মুজিবুল হক চৌধুরী (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় খিলক্ষেত রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই আজাদুল হক জানান, আমার ভাই মানসিক রোগে ভুগছিল। বিকেলে খিলক্ষেত রেল ক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার
তুরস্কে হাসপাতালে ধাক্কা লেগে বিধ্বস্ত হেলিকপ্টার, আরোহীদের সবাই নিহত
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার
সেনবাগে ট্রাক্টর চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত