‘ব্লেড বাবু’ হত্যায় আসামি রাব্বি গ্রেপ্তার

আরটিভি নিউজ

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ১২:১৬ পিএম


‘ব্লেড বাবু’ হত্যায় আসামি রাব্বি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি রাব্বিকে গ্রেপ্তার করেছে ডিবি।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১টায় পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজধানীর পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ব্লেড বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার আগেই হত্যাকারীদের শনাক্ত করা হয়।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করে ডিএমপি। শনিবার দিনগত রাতে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তালেবুর রহমান।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission