ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

চিরনিদ্রায় সমাহিত হলেন পর্বতারোহী রেশমা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২০ , ০৪:০০ পিএম


loading/img
ফাইল ছবি

নিজ জন্মভূমি নড়াইলে চিরনিদ্রায় সমাহিত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা আক্তার রত্না। শনিবার সকালে জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক  কবর স্থানে তাকে দাফন করা হয়। 

বিজ্ঞাপন

রেশমা মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের ছোট মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গতকাল শুক্রবার ঢাকা লেক রোডে সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, রেশমা ২০১৬ সালে দেশের কেওকেরাডং এর চূড়া স্পর্শ করেন। ২০১৯ সালে আগস্টে ভারতের লাদাখের স্টক কানরি, কাং ইয়াস্তে ( ৬ হাজার মিটার) সফলভাবে আরোহন করেন। এছাড়া তিনি বিভিন্ন পর্বত অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |