চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধনে হামলা, আহত ১০
চট্টগ্রামে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধনে সোমবার হামলার ঘটনা ঘটছে। এতে মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার জন্য বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের অনুসারীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে মৃত্যুরে পর রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়া, বাঁশখালীর সাংসদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের অবমাননা ও মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃতি এবং শহীদ মৌলভী সৈয়দের পরিবারসহ বাঁশখালীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের নামে মামলা, হামলা ও হুমকির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
চট্টগ্রামে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা বলেন, শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে সাংসদ মোস্তাফিজুর রহমানের অনুসারী পৌরসভার মেয়র সেলিমুল হকের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এদিকে, হামলার পর দোষীদের বিচারের দাবিতে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে জামালখানে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পি
মন্তব্য করুন