ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে পেটালো দুই বখাটে

সীতাকুণ্ড প্রতিনিধি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ , ০৯:২২ পিএম


loading/img
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে পেটালো দুই বখাটে

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে পিটিয়েছে দুই বখাটে। গত বুধবার বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ১ নম্বর সমাজের স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে হামলার শিকার ওই গৃহবধূ বাদী হয়ে দুই বখাটেকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- মো. মিলন (২৮) ও মো. রুবেল(৩২)। তারা দুইজনেই জঙ্গল সলিমপুরের ১ নম্বর সমাজের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।  

সীতাকুণ্ড থানার পরিদর্শক(তদন্ত) সুমন বণিক বলেন, দীর্ঘদিন ধরে মিলন ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছে। গত বুধবার ওই গৃহবধূ চাকরি শেষে বাড়ি ফিরছিল। এসময় ছিন্নমূল স্কুলের মাঠ এলাকায় এলে মিলন ও রুবেল তার শ্লীলতাহানি করে। এসময় সে প্রতিবাদ করলে মিলন ও রুবেল ওই গৃহবধূকে মারধর করে। আজ শুক্রবার বিকেলে ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করার পর বখাটে দুইজনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 
হাতিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ১
শাহবাগ ও প্রেসক্লাবে ধর্ষণবিরোধী গণসমাবেশ
টাকা ধার আনতে গিয়ে ৭ বন্ধুর ধর্ষণের শিকার গৃহবধূ
সৎ বাবার ধর্ষণের শিকার মেয়ে

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |