• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ন্যায় বিচারের দাবি রায়হানের মা

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১৩:৫৬
Raihan's mother, demanded justice, rtv news
সিলেটে সংবাদ সম্মেলনে নিহত রায়হানের মা ও অন্যান্যরা

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর সঙ্গে জড়িত ও আলামত নষ্টকারী এবং আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য পুলিশ সদস্যদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন নিহত রায়হানের পরিবার ও এলাকাবাসী।

আজ শনিবার দুপুরে নগরীর আখালিয়ায় রায়হানের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।

তিনি দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এছাড়া রায়হানের মা আকবরকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশ এবং কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দা ও খাসিয়া সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জড়িত সকলকে গ্রেপ্তারের পাশাপাশি ন্যায় বিচার দাবি করেন।

উল্লেখ্য, এ ঘটনার মূল অভিযুক্ত বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গেলো ৯ অক্টোবর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন গেলো ১০ নভেম্বর থেকে সাত দিনের রিমান্ডে রয়েছেন তিনি। রিমান্ড শেষে তাকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির করা হবে। এ সময় তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার, মুখ খুললেন জেফার
র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরল যুবক
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ
নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮