ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ট্রেনের নিচে প্রেমিক যুগলের ঝাঁপ, প্রেমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ মার্চ ২০২১ , ০৮:৪৩ এএম


loading/img
ট্রেনের নিচে প্রেমিক যুগলের ঝাঁপ দিয়ে প্রেমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে প্রেমিক যুগল। এতে প্রেমিক শান্ত (২০) নিহত হলেও প্রেমিকা মাহমুদাকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার বিকেলে ঢাকা-সিলেট রেলপথে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের হামদু মিয়ার ছেলে এবং মাহমুদা একই গ্রামের মোরশেদ মিয়ার মেয়ে। তবে ঠিক কী কারণে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে সেটি জানা যায়নি।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আরটিভি নিউজকে জানান, শান্ত ও মাহমুদার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিকেলে বাড়ির সামনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে একসঙ্গে ঝাঁপ দেয় ওই যুগল। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শান্ত। এ ঘটনায় গুরুতর আহত মাহমুদাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |