ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ হোসেন আরটিভি নিউজকে বলেন, ‘নিহত মোটরসাইকেল চালক সোহেলের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরা এলাকায়। তিনি তার ভাড়ায়চালিত মোটরসাইকেলে একজনকে নিয়ে পাটুরিয়া যাচ্ছিলেন। নিহত সেই আরোহীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি পাটুরিয়া হয়ে মাগুরা যাচ্ছিলেন বলে জেনেছি।’
তিনি আরও বলেন, কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা জানা যায়নি। তবে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীদের মৃত্যু হয়েছে।
পি