ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ , ০৮:০২ এএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. মাসুদুর রহমান নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি নওগাঁর মহাদেবপুর উপজেলার কুনডনা ফতেয়াপুর মাদরাসা এলাকার আজম আলীর ছেলে মাসুদুর রহমান। তিনি চট্টগ্রাম ৯ম এপিবিএনে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মোটরসাইকেলে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মাসুদুর রহমান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেন পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

চমেক হাসপাতাল পুলিশ বক্সের এসআই নুরুল আলম আশেক আরটিভি নিউজকে বলেন, দুপুরে ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |