ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

জিয়ার হাত ধরে বাংলাদেশে রক্তপাতের রাজনীতি শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ আগস্ট ২০২১ , ০৫:৪৯ পিএম


loading/img
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে রক্তপাতের রাজনীতি শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় তার স্ত্রী বেগম খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান বাংলাদেশে খুন, নৈরাজ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজনীতি কায়েম করেছিল। 

বিজ্ঞাপন

রোববার (২২ আগস্ট) দুপুর ১২টায় শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। 

বিজ্ঞাপন

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের পরিবারকে বাংলাদেশের মানুষ একটি খুনি পরিবার হিসাবে চিহ্নিত করেছে। ১৫ আগস্টের খুনিরা যেখানেই থাকুক না কেন তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে। এক সময় তারা মনে করেছিল বাংলাদেশে বিচার হবে না। ২১ আগস্টেরও জঘন্যতম ঘটনার শাস্তিও পেতে হবে খুনিদের।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রক্তের কাছে আমরা ঋণী। আমরা শপথ করতে চাই এ খুনিরা যাতে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা যেন বাংলাদেশের রাজনীতি ও জনপদকে কলঙ্কিত করতে না পরে।

এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, কাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |