ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কোমরে করে কোটি টাকার হেরোইন নিয়ে যাচ্ছিলেন মাসুম

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রোববার, ০৫ সেপ্টেম্বর ২০২১ , ০৬:২৯ পিএম


loading/img
আটককৃত মাসুম

রাজশাহীতে লোকাল বাসে যাত্রীবেশে এক মাদক ব্যবসায়ী নিয়ে যাচ্ছিলেন ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন। তবে গন্তব্যে পৌঁছার আগেই নাটোর সদরের বাবুর পুকুরপাড় এলাকায় র‌্যাবের চেকপোস্টে আটক হন তিনি। 

বিজ্ঞাপন

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তি বগুড়ার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে মো. মাসুম (৩৫)।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, রাজশাহী থেকে লোকাল ওই বাসটি রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। তাতে যাত্রীবেশে চেপেছিলেন মাদক কারবারি মাসুদ। পরে গোপন সংবাদ পেয়ে নাটোর সদরের বাবুর পুকুরপাড় এলাকার বনলতা ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে চেকপাস্ট বসায় র‌্যাব। বাসটি সেখানে পৌঁছার পর থামার সংকেত দেয়া হয়। এ সময় মাসুদ বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এর আগেই তাকে ধরে ফেলেন র‌্যাব সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে লুঙ্গির ভেতরে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ প্যাকেটে এক কেজি ২৯০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাসুদ র‌্যাবকে জানিয়েছেন বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে তিনি পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি হেরোইন সংগ্রহ করে নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পর তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে র‌্যাব।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |